সোয়া জিংক হেপ্টা জিংক সালফেট হেপ্টাহাইড্রেট (জিংক ২১%, সালফার ১০.৫%)

ফসল- সকল প্রকার ফসল

কার্যকারীতার ধরণ- * পাতার আকার বড় হয়। * সাদা কুঁড়ির আর্বিভাব হয় না। * গাছের বৃদ্ধি হয়। * সময় মত ফল আসে এবং পাকে। * পাতা হলদে হয় না। * ধান গাছে ফুলের বন্ধুাত্ব সৃষ্টি করে না। * ফলন বেশি হয়।

বালাই-# পাতার আকার ছোট হয়। # সাদা কুঁড়ির আবির্ভাব। # কাল দাগযুক্ত পাতা। # গাছের বৃদ্ধি কমে যায়। # ফল দেরিতে আসে এবং পাকতে দেরি হয়। # পাতা হলদে হয়ে যায় এবং পুরাতন পাতা মরিচার মত ছোট ছোট দাগ দেখা যায়। # ধান গাছে ফুলের বন্ধাত্ব সৃষ্টি করে। # ফলন কম হয়।

প্রয়োগ মাত্রা – ২ কেজি/বিঘা

একর প্রতি মাত্রা – ৬ কেজি

 
 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *