সোয়া ভিট জিএ-৩ জিব্রেলিক এসিড (ট্যাবলেট)

ফসল-সকল প্রকার ফসল

কার্যকারীতার ধরণ- * ইহা গাছের কুশি এবং পাতার সংখ্যা আকার বৃদ্ধিতে সহায়তা করে। * গাছের আগাম ফুল আনায়ন, ফুল ঝরা রোধ ও ফুলের সংখ্যা বৃদ্ধি করে। * গাছের ফল ধারণ ক্ষমতা, ফলের গঠন, আকার ও ওজন বৃদ্ধি করে এবং ফলন বাড়ায়।

বালাই-# গাছ দুর্বল হয়ে পড়ে, ফলশ্রুতিতে ফলন কম হয়। # ফল ও ফুলের সংখ্যা কমে যায়। # গাছ খাট,পাতা চিকন ছোট ও হয়। # পাতা হলদে হয়ে বাদামি হয়ে যায়।

প্রয়োগ মাত্রা –  ৮০ লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করবেন অথবা ভিতরের ট্যাবলেটটি দাগ বরাবর ভেঙে চার টুকরা ট্যাবলেট ২০ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুণ।

একর প্রতি মাত্রা – ৩-৫ টি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *