পালাম ১৮ ডব্লিউপি (বেনসালফিউরন মিথাইল ৪%+এসিটাক্লোর ১৪%)

ফসল- ধান

কার্যকারীতার ধরণ-  এসিটাক্লোর এবং বেন সালফিউরন মিথাইল এর সমন্বয়ে তৈরি প্রি ইমারজেন্স ওসিস্টেমিক গুণসম্পন্ন আগাছানাশক।

বালাই- ধান ক্ষেতের ক্ষতিকর বিভিন্ন ধরনের এক বর্ষজীবি ও বহু বর্ষজীবি আগাছা যেমন-চওড়া পাতার আগাছা,সেজ জাতীয় আগাছা ও ঘাস জাতীয় আগাছা।

প্রয়োগ মাত্রা (১০ লিঃ পানিতে) –  প্রতি একরে ৩০০ গ্রাম বা বিঘা প্রতি (৩৩ শতকে) ১০০ গ্রাম পালাম ১৮ ডব্লিউপি ধানের চারা রোপনের ৫-৯ দিন পর জমিতে ২-২.৫ ইঞ্চি পানি থাকা অবস্থায় স্প্রে অথবা ইউরিয়া বা ছাইয়ের সাথে মিশিয়ে ছিটিয়ে দিতে হবে। 

একর প্রতি মাত্রা –  ৩০০ গ্রাম

 
 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *