পাফমিল (বোন মিল) হাড়ের গুড়ার জৈব সার

ফসল-সকল প্রকার ফসল

কার্যকারীতার ধরণ-  * জমির উর্বরতা বৃদ্ধি পায়। * গাছ সবল হয়, ফলশ্রুতিতে ফলন বেশি হয়। * ফল ও ফুলের সংখ্যা বেশি হয় * মাটির লবনাক্ততা কমে। * গাছ ও পাতা বড় হয়। * পাতা গাঢ় সবুজ হয়।

বালাই-  # জমির উর্বরতা হ্রাস পায়। # গাছ দুর্বল হয়ে পড়ে, ফলশ্রুতিতে ফলন কম হয়। # ফল ও ফুলের সংখ্যা কমে যায়। # মাটির লবনাক্ততা বেড়ে যায়। # গাছ খাট, পাতা চিকন ও ছোট হয়। # পাতা হলদে হয়ে বাদামী হয়ে যায়।

প্রয়োগ মাত্রা (১০ লিঃ পানিতে)  – ২ কেজি /বিঘা 

একর প্রতি মাত্রা – ৬ কেজি

 
 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *