জে ক্যাল জিপসাম (ক্যালসিয়াম ২৩% ও সালফার ১৭%)

ফসল-সকল প্রকার ফসল

কার্যকারীতার ধরণ-   * সব ধরনের ফসলের ক্যালসিয়াম ও সালফারের ঘাটতি পূরণ করে। * মাটিতে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। * মাটির সার্বিক গঠনের উন্নয়ন করে মাটিকে ঝুরঝুরে করে। * মাটির অম্লত্ব দূর করে।

বালাই-# ক্যালসিয়ামের অভাবে গাছ ছোট ও দূর্বল হয়। # পাতার কিনারা ও শিরা হলুদ ও বাদামি হয়ে যায়। # এছাড়া ক্যালসিয়ামের অভাব হলে গাছের অগ্রভাগের বৃদ্ধি বন্ধ হয়ে যায় # সালফারের অভাবে ধান গাছের কচি পাতা হলুদ হয়,গাছের বৃদ্ধি ও কুঁশির সংখ্যা কমে যায়, ধানের চিটা বেশি হয়। # আলু ও টমেটোর পাতা হালকা সবুজ বা ধুসর বাদামি হয়। # এছাড়াও ফসলের পরিপক্বতা দেরিতে হয় এবং ফলন কমে যায়।

প্রয়োগ মাত্রা  –  ৫-১৫ কেজি /বিঘা

একর প্রতি মাত্রা – ১৫-৪৫ কেজি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *